ভাদ্র মাসের ভারী বর্ষণ ও নদীর অস্বাভাবিক জোয়ারে চাঁদপুর শহরের অনেক রাস্তা তলিয়ে গেছে। বিশেষ করে করিম পাটওয়ারী সড়কের পরিস্থিতি খুবই নাজুক। অন্যান্য সড়ক থেকে পানি সরে গেলেও এই সড়কে জোয়ার ও বৃষ্টির পানি জমে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা কয়েক দিন শহীদ রাজু চত্বর থেকে কলেজ রোড হয়ে তালতলা পাটওয়ারী বাড়ি পর্যন্ত সড়কটিতে বিরাজ করছে হাঁটু সমান পানি। এতে দুর্ভোগে পড়ছে শহরবাসী। সড়কে খানাখন্দ এবং তীব্র যানজটেও ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
এই জলাবদ্ধতা দূরীকরণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন দুর্ভোগের শিকার এলাকাবাসী।