চাঁদপুর শহরের কোড়ালিয়া রিক্সা ঘাট এলাকায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক প্রতিবন্ধীর শিশুসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে সন্তাসীরা। এমন অভিযোগ এনে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সুএে জানা যায়, গত ৫ জুন কোড়ালিয়া এলাকার রিক্সাঘাট নামক স্হানে ফুটবল খেলা কে কেন্দ্র করে উক্ত এলাকার চিহ্নিত সন্তাসী, মাদক ব্যবসায়ী শাকিল (১৯), সাজ্জাদ (২০),হারুন বাবুচি (৩৫),ফয়সাল (১৯),রাজিব (২২),রাহুল (২১),আকাশ (২২)রাকিব (২০),রাজু (২২) সব সাং কোড়ালিয়া রিক্সা ঘাট এলাকা।
দেশীয় অস্ত্র -সস্ত নিয়ে একই এলাকার মাতব্বর বাড়ি রোডের আকাশ (২০),সাগর (২৮)হৃদয় (২৮),লিলু বেগম (৫৮),প্রতিবন্ধী শিশু ইয়াছিন গাজী (৭) সহ ৭ জন কে কুপিয়ে জখম করে আহত করে।এরা সকলে পশ্চিম বিষুদী মাতাব্বর বাড়ি রোডের বাসিন্দা। এতেই তারা ক্ষান্ত হয়নি, উল্লেখিত আহতদের বাড়ি ঘরে ও তারা হামলা করে ভাংচুর করে।
পরিস্থিতি ভয়াবহ দেখে স্হানীয় লোকজন চাঁদপুর মডেল থানা কে অবহিত করেন। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনের নিদেশে মডেল থানার এস আই শামীম ঘটনা স্হলে গেলে তাঁরা দৌড়ে পালিয়ে যায়। এদিকে উল্লেখিত সন্তাসীদের ধাওয়া দিয়ে ঘটনা স্হল থেকে পুলিশ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এবিষয়ে মডেল থানার এস আই শামীমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার স্বীকার করে বলেন, উক্ত ঘটনাস্হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের কথা স্বীকার করেন।
এবিষয়ে লিলু বেগম (স্বামী – নুরুল ইসলাম ওরফে নুরু গাজী) বাদী হয়ে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।