প্রতিনিধি
চাঁদপুর জেলা সদরের একমাত্র জাতীয় ও স্থানীয় সংবাদপত্র এজেন্সি পাটওয়ারী নিউজ পেপার অফিস কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এজেন্সি থেকে স্টিলের আলমিরা ভেঙ্গে শুধু নগদ অর্থ নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে। প্রতিদিনের ন্যায় পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির ম্যানেজার বলাই চন্দ্র দাস, কানু রাহুত, আজাদ ও রাসেল পত্রিকার হকারদের হিসাব শেষ করে বৃহস্পতিবার বিকেল ৫টায় দরজা, জানালা ও কলাবসিবল গেইট বন্ধ করে যার যার মতো বাসায় চলে যায়। গতকাল শুক্রবার রাতের যে কোনো সময় চোরের দল এজেন্সির পূর্ব পাশের জানালার গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে পরিকল্পিতভাবে স্টিলের আলমিরা ও স্টিলের ওয়ার্ডড্রোপের তালা খুলে ও ভেঙ্গে পত্রিকার বিল বাবদ ড্রয়ারে রাখা ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বরের নগদ অর্থ আনুমানিক সোয়া ২ লাখ টাকা নিয়ে গেছে। গতকাল সকাল ৬টায় ম্যানেজারগণ পাটওয়ারী নিউজ পেপার এজেন্সিতে আসেন হকারদেরকে পত্রিকা বণ্টন করে দিতে। আজাদ এজেন্সির কলাবসিবল গেইটের ও দরজার তালা খুলে দেখতে পান স্টিলের আলমিরা খোলা, ওয়ার্ডড্রোপের ড্রয়ার খোলা সবকিছু এলোমেলো ছিটিয়ে আছে। ম্যানেজার বলাই চন্দ্র দাস, আজাদ ডাক চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পাটোয়ারী নিউজ পেপার এজেন্সীর মালিক নূর নবী পাটওয়ারীকে খবর দিলে তিনিও তার স্ত্রী পারুল বেগম ছুটে আসেন। দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী ছুটে এসে চুরির বিষয়টি চাঁদপুর মডেল থানার সেকেণ্ড অফিসার মনির আহমেদকে অবগত করেন। তখন চাঁদপুর মডেল থানার পিএসআই মানিক মিয়া চুরির ঘটনাস্থল পরিদর্শন করেন। একইভাবে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবগত করলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সুভাষ কান্তি দাস পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চোরের দলের ফেলে যাওয়া চুরির কাজে ব্যবহৃত ১টি তারকাটা তুলার, লোহার সাবল, ২টি স্ক্রু ড্রাইভার বড়, ১টি রেন্স জব্দ করে নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, যেভাবে পাটওয়ারী নিউজ পেপার এজেন্সিতে চুরির ঘটনা ঘটেছে, তা পরিচিত লোকজনের সম্পৃক্ততা রয়েছে। তা নাহলে আলমিরা ও ওয়ার্ডড্রোপের কোন কোন ড্রয়ারে টাকা রাখা হয়, শুধুমাত্র সেই ড্রয়ারগুলোই খোলা হয়েছে। অন্য গুলো খোলা হয়না। এ ব্যাপারে পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির ম্যানেজার বলাই চন্দ্র দাস বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ও রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।