অভিজিত রায় ঃ
চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ন প্রকল্পে হোসনে আরা (২২) নামের এক গৃহবধু রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১২টায় পরে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও গৃহবধুর শ্বাশুরী রুবি বেগম জানায়। মৃত হোসনে আরার রাবেয়া নামের ৭মাস বয়সের একটি শিশু সন্তান রয়েছে। তার স্বামীর আকবর হোসেন শহরে অটো রিস্কা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গতকাল বেলা ১২টায় পরে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী ও গৃহবধুর শ্বাশুরী রুবি বেগম জানায়। ঘটনার ব্যাপারে শ্বাশুড়ী রুবি বেগম জানায়, আমার কাছে নাতিনকে রেখে আমার বউ রানতে যায়। ১ঘন্টা পর পাশের ঘরের একটি মেয়ে এসে আমাকে বলে খালা ভাবী ঘরের ঘঁটির লকে দাড়াইয়া আছে, আমনে আয়েন। আমি দরজার ফাঁক দিয়ে দেখে ভিতরে গিয়ে দেখি বউ ওলনা দিয়া আড়ার সাথে লাগাইয়া খুঁটির সাথে দাড়াই আছে। আমি ও আরেকজন সহ তাকে ধরে বাইরে আনি। এলাকার ডাক্তার স্বপনকে খরব দিলে তিনি দেইখা বলে আমনেগো বউতো মইরা গেছে। আমি অন্য ঘরে থাকি আমার পোল ও বই এ ঘরে ভাড়া থাকে।
অন্যদিকে ঘটনাটি পুলিশকে বা গৃহবধুর আত্মীয়দের না জানিয়ে লাশ মাটির বারন্দায় ফেলে রাখে। ঘটনা শুনে মেয়ের আত্মীয় স্বজন আসলে পরিবেশ কান্নায় ভারি হয়ে যায়। এ বিষয়ে মেয়ের খালা মনোয়ারা বেগম জানায়, আমার কাছে থেকে বইনঝিকে রেখে তার পর বিয়া দেই। এ ঘটনা শ্বশুড়বাড়ীর কেউ আমাগো জানায় নাই। আমার বইনঝিকে মাইরা এর লাশ বাইরে রাইখা দিয়া কইতাছে মাইডা ফাঁসি দিছে। ফাঁসি দিলে লাশ ঘরের বাইরে আইলো কি কইরা, ওরা মাইয়াডারে মাইরা লাইছে। মৃত গৃহবধুর খালতো বোন জামাই শামীম জানায়, আমি অন্যের কাছ থেকে ঘটনা শুনতে পেয়ে আসছি। আমি চাঁদপুর কোর্টে চাকুরী করি। অফিসে থাকতে জানতে পাইলে পুলিশ খবর দিয়ে আসতাম। এখন থানায় যাচ্ছি। আমার লাশিকাকে ওরা মেরেছে।