প্রতিনিধি
চাঁদপুর শহরের কবি নজরুল সড়কের পৌর পাঠাগার সংলগ্ন ডাকাতিয়া নদীর চরে দিবারাত্রি শহরের ভাঁসমান পতিতাদের বিচরণ ভূমিতে পরিণত হয়েছে। শহরের কোর্ট স্টেশন ও অন্যান্য স্থানের ভাঁসমান পতিতারা এই চরের খদ্দের নিয়ে বিচরণ করে থাকে। ভাঁসমান পতিতারা পরিত্যক্ত নদীর পাড়ের জেটি, নৌকা ও ট্রলার যোগে ঘুরে বেড়ায়। সুযোগ পেলে এসব যানের মধ্যে অপকর্মে লিপ্ত হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোর্ট স্টেশন এলাকার ভাঁসমান পতিতা সুমী, রুমা, রেখা, রাণী, স্মৃতিসহ অন্যান্যরা কোর্ট স্টেশন প্ল্যাটফর্ম থেকে খদ্দের মিল করে কৌশলে ডাকাতিয়া নদীর চরে নিয়ে যায়। সেখানে এদের সাথে থাকা ছিনতাই চক্রের সদস্য পিয়াস, প্রান্ত, তুহিন, রাসেল ও বাপ্পী; এরা ঐসব পতিতাদের সাথে হাত করে খদ্দেরদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ডাকাতিয়া চর নির্জন হওয়ায় ওই স্থানে এরা বিভিন্ন ধরনের অপকর্ম করে থাকে। শহরের বিভিন্ন স্থান থেকে যুবকদের প্রলোভন দেখিয়ে কৌশলে নদীর চরে নিয়ে নির্জন স্থানে অপকর্ম করে থাকে। আর যখন তাদের অর্থ শেষ হয়ে যায় তখন ওইসব যুবকদের ভয়ভীতি দেখিয়ে তাদের মালামাল ছিনতাই করে নিয়ে যায়। প্রায় সময় দেখা যায় এসব তরুণী ও যুবকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ডাকাতিয়া নদীর চর চৌধুরী ঘাট থেকে শুরু করে মুখার্জী ঘাট পর্যন্ত বিচরণ করতে থাকে। এরা বিশেষ করে আল-আমিন স্কুল এন্ড কলেজের পেছনের ঝোঁপে অভিসারে লিপ্ত হয়। প্রায় সময় সচেতন মহলের যুবকরা এদেরকে আটক করে মারধর পর্যন্ত করে থাকে। এরপরও এ স্থানে এই অপকর্ম থেমে নেই। যে যার মতো অভিসারে লিপ্ত হচ্ছে। প্রশাসন যদি প্রতিনিয়ত এই চরে আইনের দৃষ্টি দেয় তাহলে এদের প্রতিহত সম্ভব হবে বলে সচেতন মহল করেন।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।