চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার কসাইখানা রোডে জ্বিন আনার নাটক সাজিয়ে ধোঁকা দিয়ে ভূয়া কবিরাজ আল-আমিন দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। ভূক্তভোগী ও প্রতারিত বেশ কয়েকজন মহিলা এবং পুরুষদের অভিযোগের প্রেেিত গত শুক্রবার সন্ধ্যায় ভূয়া কবিরাজ আল-আমিনের ভাড়াটিয়া বাসায় গিয়ে দেখা যায়, তার বসত ঘরে একটি কে লাইট নিভিয়ে অন্ধকার স্থানে আসনে বসে রোগীদের সামনে রেখে জ্বিন আনার নাটক শুরু করে।
চাঁদপুরের কয়েকজন সাংবাদিক রোগী সেঁজে তার রুমে প্রবেশ করার পর সু-কৌশলে অন্ধকার স্থানে লাইট মেরে দেখতে পায় সে সিলবারের বলের উপর হাত দিয়ে বাড়ি দিয়ে আওয়াজ করে কন্ঠস্বর পালটিয়ে জ্বিন আসছে এমন অভিনয় করে। সাংবাদিকরা লাইট মারার সাথে সাথে সে আসন থেকে টপকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এসময় সে সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করে ও এলাকার তার পালিত সন্ত্রাসীদের ফোন করে বাসায় আনে। ভূয়া কবিরাজ আল-আমিনের বাসায় চিকিৎসা নিতে আসা কয়েকজন মহিলা তার এ অভিনয় দেখে প্রতারণা করেছে বলে উপস্থিত সবাইকে জানায়। তার পালিত সন্ত্রাসীরা সাংবাদিকদের দেখে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানায়। কিছুণ পর নিশি বিল্ডিং এলাকার রাজনৈতিক দলের কয়েকজন নেতা এসে ঘটনা জানার পর তারাও ভূয়া কবিরাজ আল-আমিনের প নিয়ে উৎকোচের বিনিময় সংবাদ না প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েও ব্যর্থ হয়। প্রতারিত হওয়া কয়েকজন মহিলা জানায়, ভূয়া কবিরাজ আল-আমিন তার দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মানুষদের এনে জ্বিন আনার নাটক করে টাকা পয়সা হাতিয়ে নেয়। সে সিলেট থেকে পাতলা কাগজে লেখা তাবিজ এনে তা জ্বিনের লেখা তাবিজ বলে মানুষদের দিয়ে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
সাধারণ মানুষদের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা নিয়ে তার দালাল চক্রদের সাথে ভাগ-বাঁটোয়ারা করে নেয়। ভূয়া কবিরাজ আল-আমিন একেক সময় একেক এলাকায় বাসা ভাড়া তেকে কিছুদিন মানুষের সাথে প্রতারণা করার পর তার মুখোশ উন্মোচিত হওয়া সাথে সাথেই বাসা পরিবর্তন করে অন্যত্র ঠাঁই নেয়। ভূয়া কবিরাজ আল-আমিন বড় স্টেশন এলাকায় থেকে মাদ্রাসায় যৎ সামান্য পড়াশোনা করার পর বিগত ১০ বছর যাবত এভাবে প্রতারণা করে জ্বিনের নাটক সাজিয়ে মানুষদের ধোঁকা দিয়ে আসছে। প্রতারক ভূয়া কবিরাজ আল-আমিনের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলেই থমকে যাবে তার এ ভূয়া কবিরাজের প্রতারণার কৌশল। মুক্তি পাবে সাধারণ মানুষ।
শিরোনাম:
রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

