রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর শহরের পুরাতন আদালত পাড়ায় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে মঙ্গলবার রাতে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে ব্লক রেড পরিচালনা করে পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাইল বাবুল এর বাসায় অভিযান করে ৭০ বোতল ফেন্সিডিলসহ বাবুল অরফে ডাইল বাবুল (৫০) ও কুমিল্লা জেলার মমিন ভান্ডার (৫৫) কে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল পাশের বাড়ির ২য় তলা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ায় চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। পরে আটককৃতদের কে মাদকসহ চাঁদপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়। ব্লকরেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, এএসপি সদর সার্কেল মো. আফজাল হোসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি, (অপারেশন) আব্দুর রউফ, (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা, (সিপিআই) হারুনুর রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি জানায়, ডাইল বাবুল চাঁদপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বাসায় অভিযান করলে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে লাফিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।