চাঁদপুর শহরের প্রতাপ সাহা রোডের জেলা জাতীয় পার্টির নেতা মানিরের নবনর্মিত বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে টকনাফের ইয়াবা সম্রাট ওছমান গনি ও চাঁদপুরের ইয়াবা ডিলার রাশেদ খান (২৭) সহ ৩ জনকে আটক করেছে।
আজ বুধবার আটককৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামী দেখিয়ে আদালতে প্রেরণ কর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানার ওসি তদন্ত আরিচুল হকের নেতৃত্বে এসএসই আহসানুজ্জামান লাবু, এএসআই নন্দন সরকার সংঙ্গীয় ফোর্স নিয়ে প্রতাপ সাহা রোড আবহাওয়া অফিম সংলগ্ন জাতীয় পার্টির নেতা মনির খানের অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে অভিযান কালে বাসার একটি রুম থেকে টেকনাফের ইয়াবা সম্্রাট ওছমান গনি (২৫) ও চাঁদপুরের ইয়াবা ডিলার মিশন রোডের আদর্শ মহল্লার জাহাঙ্গীর আলম খানের ছেলে রাশেদ খান (২৭) ও হুন্ডা ম্যাকানিক শফিক খানের ছেলে রাকিব হাসান (২০) কে ইয়াবা সেবককালে আটক করা হয়। এ সময় মনিরের ঘর তল্লাশি চালিয়ে ১৫ পিচ ইয়াবা ও বিপুল পরিমান ইয়াবা সরঞ্জাম উদ্ধার করা হয়।
জানা যায়, টেকনাফের বড় হাবিব পাড়া নূর আহমেদের ছেলে ইয়াবা সম্রাট ওছমান গণি চাঁদপুরে এক সপ্তাহ পূবে এসে রাশেদ খানের বাসার অবস্থান করে। প্রায় ১০ হাজার পিচ ইয়াবার একটি বড় চালান ওছমান গণির মাধ্যমে চাঁদপুরে আসার পর ইয়াবা ডিলার রাশেদ খানের মাধ্যমে তা বন্টন হয়। ইয়াবা বিক্রির টাকা ওছমান গণি এসএ পরিবহনের মাধ্যমে টেকনাফে টাকার পাচার করে। ঘটনার দিন ইয়াবার একটি চালান দুই মটোর সাইকেল আরোহী প্রতাপ সাহা রোডের মনির খানের এসে রাশেদের কাছ থেকে নিয়ে যাওয়ার খবর শুনে পুলিশ অভিযান চালায়। কিন্তু অল্পের জন্য পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা ইয়াবা নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ৩জনকে আটক করে থানায় নিয়ে আসার পর টেকনাফের মাদক সম্্রাট ওছমান গণি বাঁচার জন্য অপহরন করা হয়ে বলে মিথ্যা কাহিনী সাজায়। পরে পুলিশ ব্যাপক জিজ্ঞাসা বাদ করলে মাদক ব্যবসার ঘটনা স্বীকার করে।