শাহরিয়ার খাঁন কৌশিক ঃ চাঁদপুর শহরের ফ্লাট বাসায় দিনে দুপুরে দুর্র্ধ্ষ চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর রবিবার দুপুরে শহরের মিনু হাজীর এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।এদিকে চুরির ঘটনায় পুরো এলাকায় থম থমে আতঙ্ক বিরাজ করতেও দেখা যায়।
মামলার বাদী মিনু হাজী জানায়,আমি ১১ টায় ব্যক্তিগত কাজে বাহিরে গেলে ১২ টায় বাসায় ফিরে আসি।এসে দেখি আমার বাসার সব গুলো কক্ষের আলমারির দড়জা খোলা,সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে।তখন আমার বুজতে আর দেরি হয়নি যে আমার বাসায় মালামাল চুড়ি হয়েছে।কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তা বলতে পারছি না।আমি এ বিষয়ে থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।এ দিকে ঘটনার খবর পেয়ে মডেল থানার পরিদর্শক আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।