
চাঁদপুর শহরের বিভিন্নস্থানে ঝড়ের তা-বে বসতঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গতকাল ৩ এপ্রিল শুক্রবার দুপুরের পর হঠাৎ করেই চাঁদপুর শহরে ঝড়ের তা-ব দেখা দেয়, দেখা দেয় প্রচ- শিলাবৃষ্টি। পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় স্টেশন যাওয়ার পথে মাদ্রাসা রোড এলাকায় কয়েকটি দোকানঘরের চাল উড়িয়ে নিয়ে যায় প্রচ- ঝড়। এছাড়াও আশেপাশের বিভিন্ন স্থানের গাছপালা ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রচ- ঝড়-বৃষ্টির কারণে পুরাণবাজারে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকেই নিরাপত্তার তাগিদে বাড়ি-ঘর ছেড়ে হরিসভা মন্দিরে গিয়ে আশ্রয় নেয়। ঝড়-বৃষ্টি চলাকালীন নদীতে প্রচ- টেউয়ের কারণে হরিসভা এলাকার গৌরাঙ্গ সাহার বাড়ি সংলগ্ন নদী তীরবর্তী স্থানের শহর রক্ষাবাঁধের বেশ কিছু অংশের বালু ভর্তি জিও ব্যাগসহ ব্লক নদীতে তলিয়ে গিয়ে মানুষের মাঝে ভাঙ্গন আতঙ্ক দেখা দেয়। প্রায় পৌনে ১ ঘন্টার ঝড়-বৃষ্টিকালীন হরিসভা রোডের ধ্রুব সাহার কাঁচা বসতঘরটি সম্পূর্ণ ভেঙ্গে গিয়ে রাস্তায় এসে পড়ে। একই এলাকার সাংবাদিক বিমল চৌধুরী, মধু মঙ্গল বণিক, শিশির বণিক, বিশ^নাথ বণিক, গৌরাঙ্গ নন্দী, ছায়া পোদ্দার, মুকছুদা বেগম, অমর ম-ল, সাবিত্রী রিষি, চিত্ত রঞ্জন সাহা, হাবুর দোকান, সুমন রায়, রামেশ^র রায় চৌধুরীসহ অনেকের বসত ঘরের চাল উড়ে যায়, ভেঙ্গে পড়ে টিনের বেড়াসহ বিভিন্ন গাছ। তবে দিনের আলোয় ঝড়-বৃষ্টি হওয়ায় বসতঘরসহ গাছের ক্ষতি সাধিত হলেও কোনো মানুষজনের ক্ষতি হওয়ার সংবাদ জানা যায়নি। চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার টিনের চাল উড়ে গেছে এবং মাদ্রাসার আওতাধীন ফল বাগানের বিভিন্ন গাছ ভেঙে চুরে গেছে। এছাড়া চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের উত্তর গুণরাজদী আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের বিভিন্ন গাছপালা ভেঙ্গে গেছে। এছাড়াও পৌর এলাকার বিভিন্নস্থানে ঝড়-বৃষ্টির কারণে বাড়ি-ঘরসহ গাছপালার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়।