রমযানে ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুর শহরের বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্মমান আদলতের অভিযান পরিচালিত হয়েছে।
এ অভিযানে ভোক্তা অধিকার আইনে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামানের নেতৃত্বে প্রায় ২ঘন্টা ব্যাপী অভিযান পরিচালিত হয়। অপরিস্কার, অপরিচ্ছন্নতা ও অস্বাস্থ্যকর পরিবেশেসহ বিভিন্ন অভিযোগে শহরের নতুন বাজার এলাকায় ক্যাফে ঝিল থেকে ১০ হাজার, চিত্রলেখার মোড় ক্যাফে আনন্দ থেকে ২হাজার, শপথ চত্তর কোট ষ্টেশন এলাকায় ক্যাফে জামান থেকে ৬ হাজার, হকার্স মার্কেটের হিজবুল্লা হোটেল থেকে ১০ হাজর টাকা, সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও অনন্যা মার্কেটে রেডচিলি চাইনিজ রেষ্টুরেন্ট, কোট ষ্টেশন এলাকায় আল হেলাল ও ঢাকা হোটেলে অভিযান চালানো হয়। এসব হোটেলের কার্যক্রম সন্তোষজনক হওয়ায় কোন জরিমানা করা হয়নি।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।