চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মো. আছান গাজী (৬০) নামে মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর কর্তৃক আয়োজিত চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ও সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্কর, জেলা কার্যালয় চাঁদপুর এর নেতৃত্বে বিকাল ১৬.০০ ঘটিকায় চাঁদপুর সদর থানাধীন স্বর্ণখোলা রোড,বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামী মোঃ আছান গাজী (৬০) পিতা মোঃ ফজলে গাজীকে ১০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতে গ্রেফতারকৃত মাদক কারবারীকে ১টি মামলা রুজু করে ৩মাস কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
এ সময় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/