চাঁদপুর পৌরবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে শহরের কালী বাড়ি ও শপথ চত্বর মোড়ের দীর্ঘ যানজট নিরসনে ও পৌরবাসীর নিরাপদ চলাচলের সুবিধার্থে রেললাইনের দক্ষিণ পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ অবশেষে গতকাল বুধবার শুরু হয়েছে। সড়কের পাশে পানি নিস্কাসনের জন্য ৫ফুট চওড়া একটি আরসিসি ড্রেনও নির্মাণ কাজ একইসাথে শুরু হয়েছে।
জানা যায়, চাঁদপুর পৌরসভার বর্তমান মেয়র এ সড়কটি করার জন্য রেলওয়ের ভূমি অনুমোদন চেয়ে ২০০৬ সালের ২৭ জুন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল চট্টগ্রামের জেনারেল ম্যানেজার বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের অনুমোদন সাপেক্ষে রেলওয়ের নিজস্ব ভূমির উপর দিয়ে চাঁদপুর কোর্ট স্টেশন সংলগ্ন বর্তমানে নির্মাণাধীন টাউন হল মার্কেটের পূর্ব দিক থেকে শুরু হয়ে সড়কটি মিলিত হবে নিউ ট্রাক রোডের সাথে।
এ সড়কটি ৩ হাজার ৫শ’ ফুট লম্বা এবং ২০ ফুট প্রস্থের বিকল্প সড়কটি বাংলাদেশ রেলওয়ের মাস্টার প্ল্যানের আওতায় রয়েছে। এটি বাংলাদেশ রেলওয়ের আইন মোতাবেক মাস্টার প্ল্যানে (নং সিইও/এলপি/১০৪৮, তারিখ ১৫/৮/২০২৮) অন্তর্ভুক্ত করা হয়।
দিন দিন যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় কালী বাড়ি মোড় থেকে শুরু করে ছায়াবানী, করিম পাটওয়ারী সড়কে প্রতিদিন তীব্র যানজট লেগেই থাকে, আর তাতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও পথচারীদের। এই যানজট নিরসন কল্পে পৌরসভা এ উদ্যোগ গ্রহন করেছে।
দীর্ঘদিন পরিকল্পনা ও উদ্যোগ নেয়ার পর কাজটি শুরু না হলেও গতকাল পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের নির্দেশে পৌরসভার সহকারী প্রকৌশলী আশুতোষ উপস্থিত থেকে নিউ ট্রাকরোড পাটওয়ারী বাড়ীর সামনে থেকে বাইপাস সড়কটি ও পাশের ড্রেনের কার্যক্রম শ্রমিকদের মাধ্যমে শুরু করান। এ সময় স্থানীয় কাউন্সিলর ডিএম শাহজাহানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।