স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে শবেবরাতের পবিত্রতা রক্ষা ও শহরেরসুন্দর্য বৃদ্বির লক্ষে অবৈধভাবে ব্যানার, ফেস্টুন ও বাঁশসহ বিভিন্নভাবে জিনিস পত্র ব্যাহার করে শপথ চত্বর, ইলিশ চত¦রসহ সব কয়টি চত্ত্বরগুলোর সুন্দর্য নষ্ট করায় মেয়র নাছির উদ্দিন আহম্মদের নির্দেশে উচ্ছেদ অভিযান করেছে চাঁদপুর পৌরসভা ।
রবিবার (২২ মে) বিকেলে শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্ত্বর, চিত্রলেখার মোড়ে শহীদ রাজু চত্ত্বর, কালি বাড়ি শপথ চত্ত্বর ওয়ারল্যাছ এলাকায় অবস্থিত শহীদ বঙ্গবন্ধু চত্বরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
চাঁদপুর পৌরসভার সুপারভাইজার মাহবুবুল আলম জানায়, চত্ত্বরগুলোর চারপাশ অবৈধভাবে ব্যানার, ফেস্টুন ও বাঁশসহ বিভিন্নভাবে দখল করে রাখা হয়। মেয়র নাছির উদ্দিন আহম্মদের নির্দেশে চত্ত্বরগুলোর সুন্দর্য রক্ষায় এ উচ্ছেদ অভিযান করা হয়েছে।