স্টাফ রিপোর্টার॥চাঁদপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বর্নখোলা নিউ বাসষ্ট্যান্ড এলাকায় নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় বাধ্য হয়ে রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলছে এলাকাবাসী। এতে করে রাস্তার উপর ময়লা আবর্জনার স্তুপ জমা হয়েছে ।
গতকাল ১৪ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় স্বর্নখোলা নিউ বাসষ্ট্যান্ড এলাকার সড়কের আশপাশে ময়লা আবর্জনার স্তুপ । ফলে সেখানকার আশেপাশের বাসা বাড়ীর মানুষ এসব ময়লা আবর্জনার দূর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছে। এছাড়াও ময়লা আবর্জনার দূর্গন্ধে এই রাস্তাটি এখন অনেকটাই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। জানা যায়, এখান দিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন শত শত লোকজন চলাফেরা করে। এ ব্যাপারে নাছির নামে এক এলাকাবাসী জানায় এই এলাকায় নির্দিষ্ট কোন ডাস্টবিন না থাকায় সবাই এখানেই ময়লা ফেলে। ফলে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়। শুধু এই এলাকারই নয় এখানে ব্যাংক কলোনী ও বিষ্ণুদী এলাকা থেকেও ময়লা এনে ফেলা হয় । যে কারনে এই রাস্তাটি এখন চলাচলের অনেকটাই অনুপোযোগী হয়ে পড়েছে। আমরা এ ব্যাপারে মাননীয় মেয়রের সাহায্য কামনা করছি। মিফতাউল নামে এক স্কুল ছাত্র জানায়, ময়লা আবর্জনার দূর্গন্ধের কারনে এখান দিয়ে যাতায়াতে আমাদের অনেক সমস্যা হয়।
আর এই সমস্যাটি সমাধানের দাবী শুধু মিফতাউল বা নাছিরের নয় এটি এখন পুরো এলাকাবাসীর দাবী। তাই সেখানে দ্রুত সময়ের মধ্যে ডাস্টবিনের ব্যবস্থা করার জন্য মাননীয় মেয়রের সু দৃষ্টি কামনা করেছেন ভোক্তভুগী ওই এলাকার বাসীন্দারা।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।