শওকত আলী,
চাঁদপুর শহরে সিএনজি স্কুটারের চাপায় অটো রিক্সা উল্টে নাজমুল হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত এবং ৪ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার বিকেলে পুরাণবাজার জুট মেইল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত নাজমুল বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের দেলোয়ার হাওলাদারের একমাত্র ছেলে। সে ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহতরা হলেন:মিম(৭),সিতারা বেগম(৪৫),তানজিলা(২৬) ও রোকেয়া (৬২)। এদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এরা সবাই একই পরিবারের আত্মীয় স্বজন। দেলোয়ার হাওলাদারের মা রোকেয়া বেগম নাতি নাতনি সহকারে হাসপাতালে অসুস্থ্য আত্মীয়কে দেখতে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের দিকে যাচিছলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়,রঘুনাথপুর হয়ে একটি অটো রিক্সা চাঁদপুর শহরের দিকে আসতে ছিলো। পাশ দিয়ে আরেকটি সিএনজি স্কুটার যাবার সময় চাপিয়ে দেয়। সাথে সাথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ অটো রিক্সা উল্টে পাশের ঝিলে পড়ে যায়। লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার নাজমুলকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জাহাঙ্গীর আলম ও চাঁদপুর মডেল থানার এসআই প্রহলাদ রায় সংগীয় র্ফোসসহ দুর্ঘটনা স্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে নিহত কিশোর নাজমুলের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেন।পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।এ ঘটনায় অটো চালককে আটক করা হলেও সিএনজি স্কুটারটি নিয়ে চালক পালিয়েছে বলে জানা যায়।