চাঁদপুর শহরে গত কয়েকদিন ধরে প্রকাশ্যে দিনে ও রাতে চলছে অস্ত্রের মহড়া। ২০/২৫জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে শহরের চিত্রলেখা মোড়ে স্বর্ণ মার্কেটে অতর্কিতভাবে হামলা চালিয়ে নোলক জুয়েলার্স, পান্না জুয়েলার্স, সূচনা জুয়েলার্স ও লাকী জুয়েলার্সে কুপিয়ে গ্লাস ও সাটার ভাংচুর করে মহিলা কলেজ সড়ক দিয়ে হাসান আলী স্কুল মাঠের দিকে চলে যায়। প্রশ্ন হচ্ছে এসব যুবক কারা? তারা কোথা থেকে আসছে, আবার কোথায় চলে যাচ্ছে? বিষয়টি নিয়ে জনমনে বেশ আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মডেল থানার ওসি তদন্ত শাহ আলম, সেকেন্ড অফিসার মাহাবুব মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বেবি স্ট্যান্ড এলাকা থেকে ৩যুবককে আটক করে থানায় নিয়ে যায়। আটকৃতরা হচ্ছে: সাজ্জাদ (১৬), রাহাত (১৭) ও রকিব (১৬)। গতকাল সোমবার দিনব্যাপী পর্যবেক্ষণ করে ও খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্র নিয়ে যে যুবকরা মহড়া দিচ্ছে, তাদের মধ্যে ২টি গ্রুপ রয়েছে। বেলা দেড়টায় অস্ত্রধারী ২টি গ্রুপ হাসান আলী স্কুল মাঠ ও মহিলা কলেজ রোডে অবস্থান নেয়। পুলিশ খবর পেয়ে তাদের ধাওয়া করলে তারা হাসান আলী মডেল প্রাইমারী স্কুলের পাশে মজুমদার বাড়ীর ওপর হয়ে হাজী মহসীন রোড দিয়ে পালিয়ে যায়। অন্য গ্রুপটি মহিলা কলেজ রোড দিয়ে ঘোষ পাড়া এলাকা দিয়ে পালিয়ে যায়। দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি গ্রুপ শহরের পাল বাজার ব্রিজের গোড়ায় দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে মডেল থানা পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এছাড়াও এ চক্রটি শনি ও রবিবার মাগরিবের পর ও রাতে প্রায় ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হাজী মহসীন রোড থেকে চিত্রলেখা হয়ে কলেজ রোড দিয়ে নাজির পাড়ায় এলাকায় প্রবেশ করতে দেখা যায়। এ ধরণের অপ্রত্যাশিত এক অস্ত্র মহড়ায় গত বছর নাজিরপাড়ায় নিরীহ বিল্লাল দেওয়ান ঘাতকদের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারায়। এরপর কিছুদিন শহর শান্ত থাকলেও পুনরায় আবার ওই যুবকরা বিচ্ছিন্নভাবে শহরে অস্ত্রের মহড়া দিতে শুরু করে। এদের অস্ত্রের মহড়া ও আঘাতে ক্ষতিগ্রস্থ হচ্ছে যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। আবারও বিল্লাল দেওয়ানের মত কোন নিরীহ মানুষ প্রাণ হারায় কিনা এ নিয়ে শংকিত শহরবাসী। গতকালের ঘটনায় ক্ষতিগ্রস্থ স্বর্ণব্যবসায়ীরা জানায়, আমরা কিছু বুঝে উঠার আগেই অস্ত্রধারী যুবকরা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে চলে যায়। এ ঘটনায় আমরা খুব চিন্তিত ও আতংকিত। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখা আজ মঙ্গলবার দিনব্যাপী চাঁদপুরের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখা ও সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দিয়েছে।
চাঁদপুর নিউজ সংবাদ