মিজান লিটনঃ
চাঁদপুর শহরে আবারো গাড়ি ভাংচুর ও অস্ত্রের মহড়া দিয়েছে উচ্ছৃঙ্খল কিছু যুবক। গতকাল রাত ৯টায় কালীবাড়ি এলাকা থেকে এ যুবকদের গ্রুপটি বের হয়। তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হিযবুলস্না হোটেল ও হকার্স মার্কেটের সামনে ক’টি সিএনজি স্কুটার ভাংচুর করে। তাদের অস্ত্রের মহড়ায় শহরের দোকানদাররা আতঙ্কিত হয়ে পড়েন। হকার্স মার্কেট এলাকার ক’জন দোকানদার জানান, পাওনা টাকা নিয়ে দু’ যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর মধ্যে যে যুবক টাকা পাবে তাকে এনে দেনাদাররা বেদম মারধর করে এবং পরে পুলিশের কাছে তাকেসহ ২ জনকে তুলে দেয়। তবে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি ভাংচুরের ঘটনার সাথে জড়িত কাউকে খুঁজে পায়নি।
চাঁদপুর নিউজ সংবাদ