রফিকুল ইসলাম বাবু।
আর অল্প মাত্র দু’ তিন দিন পরই সারাদেশে একযোগে পালিত হবে প্রবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে গত বছরের ন্যায় এবারো চাঁপুর শহরের যানজট নিয়ন্ত্রণ করতে প্রস্তুত রয়েছে জেলা স্কাউট সদস্যরা। চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় ও শহীদ জাকেদ মুক্ত স্কাউট দল ঈদে শহরের যানজট নিয়ন্ত্রণ রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি ২১ রমজান থেকে শহরের বিভিন্ন গুরত্বপূর্ন পয়েন্টে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্কাউট কাজ করতে দেখা যায়। এরমধ্যে প্রতিদিন দু’শিফটে কাজ করছে ৩০ জন স্কাউট সদস্যরা। তাদের এ দায়িত্ব চলবে ঈদ পূর্ব রাত পর্যন্ত। এছাড়াও চাঁদপুর লঞ্চঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন ১৫ জন জেলা স্কাউট ও মুক্ত স্কাউট সদস্যরা কাজ করছে। ২১ রমজান থেকে দেখা যায় চাঁদপুর শহরের শপথ চত্বর, ছায়াবাণী মোড়, পালবাজার গেটের সামনে ও ওয়ান মিনিট সংলগ্ন কালীবাড়ি মোড়ে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ১৫ জন ও বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৫ জন , মোট ৩০ জন সদস্য দুটি শিফটে স্কাউট সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। এছাড়াও চাঁদপুর লঞ্চঘাটে ঈদকে ঘিরে যাত্রীদের নিরাপত্তার জন্য এবং যাতায়াত যাতে কোন ধরনের ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য কাজ করছে জেলা রোভার স্কাউট দলের ২৫ জন সদস্য। এর বাইরে ও শহরের গুরত্বপূর্ণ ঈদগাহ ময়দানে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে স্কাউট সদস্যরা।