শহর প্রতিনিধি ==
আজ মঙ্গলবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘন্টার সড়ক, রেল ও নৌ পথ অবরোধ ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে এ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ঘোষণার পরেই চাঁদপুর শহরে ১৮ দলীয় জোটের সমর্থকরা শহরের কলেজ গেইট সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া স্টেডিয়াম রোডসহ কয়েকটি স্থানে তারা সিএনজি স্কুটারসহ বেশ ক’টি গাড়ি ভাংচুর করে ও সড়কের বিভিন্ন স্থানে অগি্নসংযোগ করে।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তিনি ঘোষণা দেন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন।