আগামী ২৫ জুন বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৫ সফল ও স্বার্থক করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ আনন্দ মিছিল বের করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এমএইচ সাইফুল পাটওয়ারী ও সদস্য মোশারফ হোসেন পাটওয়ারীর আয়োজনে ও ছাত্রলীগ নেতা আরজু পাটওয়ারীর নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মেহেদী, সৌরভ, রাজু, হামিম, বোরহান, আরশাদ, মিঠু ও নিশানসহ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।