চাঁদপুর: চাঁদপুর শহরের রেলওয়ে কোর্টষ্টেশনে মেঘনা ট্রেনের যাত্রী ট্রেনের নীচে পড়ে অজ্ঞাত নামা (৫৬) বছর বয়সের এক ব্যাক্তির করুন মৃত্যু হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদউল্লাহ্ বাহার।
জেলা পিবিআই কর্মকর্তারা তার ছবি ও হাতের ছাপ সংগ্রহ করেছে,তার পরিচয় নিশ্চিত করার জন্য। এ ঘটনার পর অজ্ঞাত ব্যাক্তির পরিচয় না পাওয়ায় পুলিশ লাশের সন্ধ্যানের জন্য ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
মঙ্গলবার (০৮ জুন) বিকেলে অজ্ঞাত নামা নিহতের লাশ ময়না তদন্তের পর তার কোন সন্ধান না পাওয়া যাওয়ায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করার জন্য ্আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (০৭ জুন) রাত ৯টা ৩০ মিনিটে চাঁদপুর শহরের ব্যস্ততম এলাকা চাঁদপুর কোর্টস্টেশনে।
এ ঘটনার পর রাত ১০টা ২০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নামা গুরুত্বর আহত মুমূষূ ব্যাক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান। এ ঘটনার পর চাঁদপুর মডেল থানা পুলিশ ও স্থানীয় জনতা ট্রেনের নীচে পড়ে আহত ব্যাক্তিকে উদ্বার করে রাত ৯টা ৫০মিনিটে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।
চাঁদপুর সরকারী হাসপাতালের স্টাফ নাস মো: জাহাঙ্গীর আলম জানান, ট্রেনের নীচে পড়া ব্যাক্তির মাথার নীচে, নাকের অংশ কাটা যায়। শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয় এবং ডান পায়ের চিপজয়েন্ট ছুটে যায়। পরে নিহতের খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ) মুরাদউল্লাহ্ বাহার,থানার এএসআই হাসান আহমেদ ও সঙ্গীয় ফোর্স অজ্ঞাত ব্যাক্তির লাশ রাত ২টায় হাসপাতাল থেকে চাঁদপুর রেলওয়ে থানায় নিয়ে যায়। এ বিষয়ে রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে সেখান থেকে আজ মঙ্গলবার লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচলকারী আন্ত:নগর মেঘনা এক্যপ্রেস ট্রেনটি চট্রগ্রাম থেকে সোমবার বিকেল সোয়া ৫টায় ছেড়ে রাত ৯টা ২৫ মিনিটে চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর কোর্টস্টেশন এসে পৌছে। ট্রেনটি অল্প সময় বিরতী(স্টুপিজ) দিয়ে কোর্টস্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় এ অজ্ঞাত নামা ব্যাক্তিটি চট্র্রগ্রাম থেকে চাঁদপুরে ট্রেন থেকে ফ্লাটফরমে নামার পর পুনরায় ট্রেনে উঠার সময় পা’পিছলে পড়ে ট্রেনের নীচে চলে যায়। সেখানে পড়ে সে ট্রেনের চাকা ও ট্রেনের আঘাতে ধুমড়ে মুচড়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর তাকে এলাকাবাসী উদ্বার করে মডেল থানার পুলিশের মাধ্যমে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের পাঠায়।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদউল্লাহ্ বাহার জানান, নিহত ব্যাক্তি মেঘনা ট্রেনের যাত্রী ছিল। ঘটনার খবর শুনে সঙ্গীয় ফোর্সসহ লাশ উদ্বার করে,লাশের সুরুতহাল করে চাঁদপুর সরকারী হাসপাতাল মর্গে প্রেরন করি।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩,তারিখ:৮-৬-২১। অজ্ঞাত নামা ব্যাক্তির সন্ধ্যান করতে জেলা পিবিআই কর্মকর্তারা তার ছবি ও হাতের ছাপ সংগ্রহ করেছে,তার পরিচয় নিশ্চিত করার জন্য। এ ঘটনার পর অজ্ঞাত ব্যাক্তির পরিচয় না পাওয়ায় পুলিশ লাশের সন্ধ্যানের জন্য ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/