গতকাল দুপুরে চাঁদপুর শহরে মিছিলকারী ছাত্র-ছাত্রী কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি অবরুদ্ধ করা হয়। বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা ধর্ষণের সাজা মৃত্যুদ- কার্যকর করার দাবিতে নতুনবাজার সেতু এলাকা থেকে মিছিল নিয়ে কুমিল্লা রোড হয়ে যাওয়ার পথে দেখতে পায়, বাটা দোকানের বিপরীত পাশে মূল সড়কের রং সাইডে গাড়ি দাঁড় করিয়ে তিনজন মহিলা ম্যাজিস্ট্রেট শপিং করছেন। এ সময় মিছিলকারীরা যানজট ও দুর্ভোগের কবলে পড়েন। তাৎক্ষণিক তারা ম্যাজিস্ট্রেটদের গাড়ি অবরুদ্ধ করে রাখে এবং গাড়ি চালককে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দেখাতে বলেন। চালক তা দেখাতে না পারায় মিছিলকারীরা ক্ষিপ্ত হয়ে যায় এবং তারা দাবি জানায়, গাড়ি নিয়ে আসা তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়ে হেঁটে নিজ গন্তব্যে যাবেন। তারা গাড়িটি পুলিশের কাছে সোপর্দ করবে। তাদের কথা মতো না হওয়ায় তারা প্রায় ঘণ্টাখানেক গাড়িটি অবরুদ্ধ করে রাখে এবং বিভিন্ন সস্নোগান দিতে থাকে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঘটনাস্থলে আসেন। পরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারীসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা এসে তাদের বুঝিয়ে চলে যেতে বললে তারা হৈচৈ শুরু করে। এক পর্যায়ে তারা মিছিলটি নিয়ে চলে যায়। পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।