জিয়াউর রহমান বেলাল
প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্র শাহেদ চৌধুরী (১৫) হত্যার রেশ কাটতে না কাটতেই এবার গভীর রাতের কোনো এক সময় নিজ শয়নকক্ষে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হলেন বীর মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী ও পুলিশের বিশ্বস্ত সোর্স আব্দুল মালেক পাটোয়ারী ওরফে নান্নু পাটোয়ারী (৬০)। চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের ঐতিহ্যবাহী মরহুম নূর পাটোয়ারী বাড়ির মরহুম আমজাদ পাটোয়ারীর পুত্র নান্নু পাটোয়ারীকে গত ১৯ মে দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা দড়ি ও মোটা স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধের মাধ্যমে নির্মমভাবে হত্যা করে। এর আগে গত ১১ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর পৌনে একটার মধ্যে কোনো এক সময় শহরের আলিম পাড়াস্থ নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের আলীশান ফ্ল্যাট বাড়ির ভাড়া বাসায় নিজ শয়নকক্ষে রহস্যজনকভাবে গুরুতর রক্তাক্ত জখম হয়ে পরে মারা যায় স্কুল ছাত্র শাহেদ। শাহেদ হত্যায় সন্দেহজনকভাবে আটক তার বোন হীরা ও হীরার প্রেমিক মুনের গতকাল বুধবার তিন দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার তাদেরকে আবার কোর্টে উঠানো হবে।
উল্লেখিত দু’টি হত্যাই অজ্ঞাত দুর্বৃত্তরা
শয়ন কক্ষের ভেতরে ঢুকে সংঘটিত করেছে। এভাবে চাঁদপুর শহরে দিনে-রাতে রহস্যজনক খুন-খারাবি দিন দিন বেড়েই চলেছে। এতে সর্বস্তরের চাঁদপুরবাসীর মাঝে ব্যাপক আতঙ্কভাব দেখা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারীর নির্মম হত্যাকাণ্ডের খবর মুহূর্তের মধ্যে শহরের সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং বহুলোক তার বাড়িতে যায়। সেনাবাহিনীর খণ্ডকালীন বিশ্বস্ত সোর্স এবং পুলিশেরও টানা ২০ বছরের বিশ্বস্ত সোর্স বীর মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারী ১ কন্যা সন্তানের জনক। তিনি গত প্রায় ২০ বছর যাবৎ স্ত্রীবিহীন নিঃসঙ্গ জীবন-যাপন করে আসছিলেন। এদিকে অবিলম্বে এসব খুনের রহস্য উন্মোচন হওয়া একান্ত প্রয়োজন বলে চাঁদপুর পৌর নাগরিক অধিকার সংরক্ষণ সহায়তা কমিটির আহ্বায়ক হাজী শাহ্ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে অত্যন্ত দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেন। নচেৎ চাঁদপুর শহরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আরও খুনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন। খুন বা হত্যাকাণ্ড রোধে তথা চাঁদপুর শহরের আইনশৃঙ্খলার উন্নয়নে কঠোর গোয়েন্দা অনুসন্ধানের কোনো বিকল্প নেই। কেননা যত দ্রুত সম্ভব কঠোর গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে এসব খুনের রহস্য উদ্ঘাটন ও প্রকৃত খুনিদের শনাক্তকরণ সাপেক্ষে যতদিন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব না হবে ততদিন পর্যন্ত চাঁদপুরের নাগরিক জীবন মোটেই নিরাপদ নয় বলে অভিজ্ঞ ও পর্যবেক্ষক মহল এবং অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন। এছাড়া নান্নু পাটোয়ারীর বড় ভাই মুক্তিযুদ্ধকালীন ফরিদগঞ্জ অঞ্চলের বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ পাটোয়ারী তার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারীর হত্যার রহস্য উদ্ঘাটন সাপেক্ষে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করেন।
এলাকাবাসীর ধারণা, সেনাবাহিনী ও পুলিশের দীর্ঘদিনের সোর্স হিসেবে কিংবা ‘৭১ সালের হত্যাকাণ্ডের প্রতিহিংসায় বা জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অথবা সদ্য জমি বিক্রি করা নগদ ১৬ লাখ টাকা নেয়ার জন্যই হয়তো দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অত্যন্ত ঠাণ্ডা মাথায় এত নির্মম ও নিষ্ঠুরভাবে বীর মুক্তিযোদ্ধা নান্নু পাটোয়ারীকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ব্যাপারে পুলিশ খুবই তৎপর। অচিরেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সাপেক্ষে খুনি শনাক্তক্রমে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে পুলিশ বিশেষভাবে আশাবাদী। এদিকে গত ২০ মে মঙ্গলবার বেলা ১২টার দিকে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত চিহ্নিত সন্ত্রাসীকে সংঘবদ্ধ ও দলবদ্ধভাবে ওয়্যারলেস মোড়ে জড়ো হয়ে দক্ষিণ দিকে চাঁদপুর সেতু তথা রেল ক্রসিংয়ের দিকে দ্রুত বীরদর্পে হেঁটে মিছিলের মতো করে যেতে দেখা যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।