স্টাফ রিপোর্টারচাঁদপুর শহরে ছাত্রলীগের জুনিয়র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ট্রাক রোড এলাকার মুন্নাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ছাত্রলীগের মারুফ গ্রুপ ও মুন্নার গ্রুপের ছেলেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে গতকাল রাত সাড়ে ১০টার সময় মারুফের গ্রুপের ছেলেরা মুন্নাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ দু’ গ্রুপের মধ্যে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
