চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হচ্ছে : শহরের ট্রাক রোড এলাকার বকাউল বাড়ির শাহাদাত বকাউল (২২), বিষ্ণুদী বেপারী বাড়ীর সাদ্দাম বেপারী (১৯) ও চেয়ারম্যান ঘাট এলাকার নাজমুল হাসান (১৯)।
গতকাল রোববার দুপুরে শহরের ষোলঘর এলাকা থেকে অস্ত্রের মহড়া দিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সংবাদে গোয়েন্দা পুলিশের এসআই মামুনুর রহমান ও এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে অস্ত্রসহ ওয়্যারলেস এলাকায় আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ১টি ধারালো ছুরি ও ১টি রামদা উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তাদেরকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা জানায়, কিছুদিন পূর্বে বিটি রোড এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় তারা হামলার শিকার হয়। এতে আটক হওয়া দুজনও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়।
আটকের খবর জানতে পেরে পুলিশ সুপার মোঃ আমির জাফর আটককৃতদের সাথে কথা বলে ঘটনাটি জানেন এবং ব্যবস্থা গ্রহণের জন্য মডেল থানায় পাঠানোর নির্দেশ দেন।