শাহায়ারির খান কৌশিক ॥
চাঁদপুর শহরের পৌরসভার সংলগ্ন নাজমা মার্কেটে প্রজেশন বিক্রি করে সে দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দোকানের সার্টারে তালা ভেঙ্গে সন্ত্রাসীদের সহায়তায় দখলবাজ শাহজাহান মিয়া মালামাল সরিয়ে নিয়ে নিজে দখলের প্রায়তারা করে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মডেল থানার এসআই অনুব চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং উভয়পক্ষকে তাদের সঠিক কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য নোটিশ প্রদান করেন।
ঘটনার বিবরণে জানা যায়, উত্তর রঘুনাথপুরের মৃত আহম্মদ খানের ছেলে মোঃ শাহ আলম খান নাজমা মার্কেটে নীচতলায় একটি দোকান ২৭ বছর পূর্বে মার্কেটের মালিক মোঃ আশরাফের কাছ থেকে প্রজেশন ক্রয় করে। সেই দোকানে বিগত বছর যাবত শাহআলম খান কাপড়ের ব্যবসা করে আসছিল। নিজের ব্যক্তিগত ও আর্থিক সমস্যার কারণে কিছুদিন যাবত দোকানটি তালা মেরে রাখে। প্রতিমাসেই প্রজেশনের চুক্তি অনুযায়ী জমিদারি ভাতা ২৭০ টাকা মার্কেট মালিককে দেয়া হয়। মার্কেটের মালিক মোঃ আশরাফ মারা যাওয়ার পর তার মেয়ে নাজমার জামাই শাহজান মিয়া সাথে চুক্তি হওয়ার পর তাকে জমিদারি ভাতা দেয় দোকান মালিক শাহ আলম খান। দোকান দীর্ঘদিন বন্ধ থাকায় সে সুযোগে শাহজান মিয়া গত বুধবার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে দোকানে তালা ভেঙ্গে জোর পূর্বক দখল করার চেষ্টা চালায়। এসময় দোকানের ভিতরে থাকা মালামাল সে লুটপাট করে নিয়ে যায়। দোকান মালিক শাহ আলম তার দোকান দখল করার খবর শুনে নাজমা মার্কেটে গেলে তাকে শারীরিক ভাবে লঞ্চিত করে। মডেল থানা পুলিশ দখলবাজ শাহজাহান মিয়াকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সেই পৌরসভার নাম ভাঙ্গিয়ে দোকান বুঝিয়ে দেয়ার পর দখল করেছে বলে জানায়। বৃহস্পতিবার রাতে নাজমা মার্কেটে এই দোকান দখলের ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিকও দখলবাজ শাহজাহান মিয়া লোকদের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা দেখা দেয়। এ খবর পেয়ে মডেল থানার পুলিশকে জানালোও তারা ঘটনাস্থলে না এসে নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে বলে বাদী কে জানায়।