চাঁদপুর শহরে পাটের মোড়ক ব্যবহার আইনে মোবাইল কোর্ট পরিচালনা ৫ দোকানকে জরিমানা ৭ হাজার টাকা
মিজানুর রহমান।
অত্যাবশকীয় পণ্যে পাটজাত মোড়কে ব্যবহার নিশ্চিত করার লক্ষে চাঁদপুর শহর এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটা হতে পাঁচটা পর্যন্ত জেলা শহরের পাইকারি বাজার এলাকা পুরাণবাজারে ওই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সুলতানা।এসময় মসজিদ পট্টি, আড়ৎ পট্টি ও ডাইল পট্টির পণ্য বিক্রির ৫ টি দোকানে অভিযান চালানো হয়। দোকানিরা তাদের কিছু পণ্য এখনো প্লাষ্টিক বস্তা ব্যবহার করায় একজনকে এক হাজার ও চারজনকে দেড় হাজার টাকা করে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা অর্থ আদায় করা হয়।মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর চাঁদপুরের মুখ্য পরির্দশক মোঃ ইসমাইল ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবিদা সুলতানা জানান,সরকার ১৭ টি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ করেছে। সেই আইনের ১৪ ধারায় পণ্য বিক্রেতাদের জরিমানা করে সর্তক করা হয়েছে।এই নির্দ্দেশনা পরবর্তিতে না মানলে অর্থদন্ডসহ কারাদন্ড দেয়া হবে।