গতকাল বিকেলে চাঁদপুর শহরে পুলিশ যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। চাঁদপুর শহরের শপথ চত্বর হতে পালবাজার গেট, চাঁদপুর নতুনবাজার-পুরাণবাজার সেতু এলাকা, শহীদ মিনার এলাকা, রেলওয়ে হকার্স মার্কেটে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় সড়কের দু পাশে থাকা ফুটপাত ও এলোপাতাড়িভাবে দাঁড় করে রাখা যত্রতত্র যানবাহনগুলো সরিয়ে দেয়া হয়। অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ ফল বিক্রেতাসহ অন্যান্য গাড়িগুলো সরিয়ে দেয়া হয়। চাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ আঃ কাইয়ুমের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক পুুলিশের টিআই আঃ রহমান, চাঁদপুর মডেল থানার এসআই নুরুল হক, এ এস আই আবুল কালাম আজাদসহ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।
রমজানকে সামনে রেখে জনসাধারণের চলাচলের সুবিধার্থে অভিযানটি পরিচালিত হয়। অভিযানটি অব্যাহত থাকবে। কিছুদিন পূর্বে চাঁদপুর পৌরসভার নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলেও অদৃশ্য কারণে তা হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়। বর্তমান সময়ে পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানায় চাঁদপুরবাসী। পাশাপাশি তারা এও আশংকা প্রকাশ করেন এই উচ্ছেদ অভিযান টিকে থাকবে তো ?
অভিযান সম্পর্কে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমের কাছে জানতে চাইলে তিনি জানান, জনসাধারণের স্বার্থে অভিযানটি আমাদের চলবে। যাতে করে জনগণ দুর্ভোগে পড়তে না হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাবো জনসাধারণকে দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে। এ জন্যে সকলের সহযোগিতার প্রয়োজন আছে।