শরীফুল ইসলাম ॥
শহরের ফুটপাতগুলোতেও সমানতালে চলছে ঈদ সামগ্রীর বেঁচাকেনার ধূম। গতকাল বৃহস্পতিবার হকার্স মার্কেটের পশ্চিম পার্শ্বের সামনের ফুটপাতের মার্কেটগুলোতে জুতার দোকানে ও কালী বাড়ির মন্দিরের উত্তর পার্শ্বে জামার দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। খেটে খাওয়া সাধারন মানুষ থেকে মধ্য ভিত্তরাও এসব দোকানগুলোতে কমপয়সায় জুতা ও জামা খরিদ করছিল। ঠিক তখন এখন এক ক্রেতাকে প্রশ্ন করা হলে ফুটপাত থেকে কেনো জুতা কিনেছেন? ক্রেতা জানালেন আসলে ভাই সত্যি কথা বলতে কি- আয় ব্যয় বুঝেই ব্যয় করা উচিত। আমরা কিনতে আসি জিনিসপত্র দামে সস্তা পাওয়া যায় বলে । তাই ফুটপাত থেকে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করছি। চাঁদপুর শহরের শুধু কালি বাড়ীর হকার্স মার্কেট নয়। শহরের বিভিন্ন মার্কেটের সামনেও ভরে গেছে ফুটপাতের দোকানীদের অংশ। নানা রংয়ের ঈদ সামগ্রীর পশরা সাজিয়ে বসেছে ফুটপাত দোকানীরা। এসব পন্যের মধ্যে বাচ্চাদের জুতা, জামা ও অন্যান্য জিনিষপত্র বিক্রি হচ্ছে বেশ ভালো। দাম একটু কম হওয়ায় সাধারন জনগণ এসব কেনার দিকে ঝুকছেন বেশি। আর ফুটপাত দোকানীরাও ঈদ উপলক্ষ্যে ভালো বেচাকেনা করেও সন্তুষ্ট।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।