মোঃ জাবেদ হোসেন ॥
চাঁদপুর শহরে বাড়ছে ছিনতাই কারীদের উৎপাতে জনসাধারণ পড়ছে হুমকীর মুখে। শহরের বিভিন্ন দূরদুরান্ত থেকে ঈদুল আজাহার উপলে ধনী গরিব আসে মার্কেটে। কিন্তু তারা শহরে পাঁ না রাখতেই ছিনতাই কারীদের খপ্পরে পরে জানের ভয় দেখিয়ে ছিনতাই কারীরা সব কিছু লুট করে নিয়ে যায়। দীর্ঘ কয়েক মাস আগে বেড়েছিল ছিনতাই কারীদের দৌরত্ব কিন্তু পুলিশের কড়া নিরাপত্তার পরপর কিছুটা কমতে শুরু করেছিল। এখন আবার আগের মত চুরি ছিনতাই বেড়েই চলেছে। এরকস পরিস্থিতির স্বীকার পথচারী ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারের রহিম গাজীর ছেলে সুমন গাজী ও তার স্ত্রী শাহেলার সাথে মার্কেট করার জন্য গতকাল মঙ্গলবার চাঁদপুর মহিলা কলেজ সংলগ্ন একটি ছিনতাই কারী চেক্রর পরে। তাদের কাছে থাকা ১১ হাজার টাকা ও দু’টি নোকেয়া মোবাইল সেট নিয়ে যায়। এভাবে শহরের আনাছে কানাছে বাড়ছে ছিনতাই কারীদের উৎপাত। পাশা পাশি বিভিন্ন স্কুলের সামনে ইভটিজিং কারীদেরও উপস্থিতি দেখা যায়। এই স্থান গুলোহল, সরকারী মহিলা কলেজœ, হাসান আলী স্কুল , স্বর্ণ মার্কেট, ছায়াবানী মোড়, সরকারী কলেজ গেইট, বাস স্টেন্ড, মিশন রোডের মাথা, আবুলের দোকান, বঙ্গবন্ধু সড়ক, ট্রাক রোড। উর্দ্ধোতন কর্তৃপরে কাছে সাধারণ মানুষের দাবী ঈদুল আজাহ উপলে দূর দুরান্ত থেকে আসা পথচারী বিপদ গামী যাতে না হয়, সেই জন্য পুলিশি নজরদারী আরো জোর দার করা হোক।