এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে সেহেরী খাবারের সময় অচেতন করে বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত প্রতারক। রোববার দিবাগত গভীর রাতে চাঁদপুর শহরের আবাসিক এলাকা কোড়ালিয়ায় এ ঘটনা ঘটে। মূমূর্ষু অবস্থায় আহত ব্যবসায়ী নাজমুল আলম পাটওয়ারী (৫০) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন (৪৬) কে উদ্ধার করে গতকাল সোমবার বেলা ১২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন তাদের স্বজনরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফিরেনি। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি ঘটনাস্থল পরিদর্শন এবং আহতদের দেখতে হাসপাতালে গেছেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত ব্যবসায়ী নাজমুল আলম পাটওয়ারীর ছোট ভাই আঃ রাজ্জাক রিপন পাটওয়ারী জানান, জেলা জজের বাসভবনের উত্তর পাশে এবং সাবেক এমপি সফিউল্যাহর বাড়ির পাশে তার বড় ভাই পুরাণবাজারে ধান চাল ব্যবসায়ী নাজমুল পাটওয়ারী স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করছেন। ঘটনার রাতে তার ভাই-ভাবী সেহেরী খেয়ে ঘুমিয়ে পড়েন। পাশের আরেকটি কক্ষে তাদের দুই মেয়ে থাকতো। সকালে ভাবীর বড় বোন শাহিনা আপা প্রতিবেশীদের মাধ্যমে খবর জানায় অনেক ডাকাডাকির পরও ভাই-ভাবির সাড়া মিলছে না। অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের কাছে থাকা আলমিরার চাবি নিয়ে প্রতারক নগদ ৩ লাখ টাকা এবং আনুমানিক ২০ ভরি স্বর্ণালঙ্কার কেউ নিয়ে গেছে। ভাতের সাথে নেশা জাতীয় কিছু একটা কেউ মিশিয়ে এ ঘটনা ঘটায় বলে রিপন পাটওয়ারীর ধারণা। উল্লেখ্য, নাজমুল আলম পাটওয়ারী পুরাণবাজার ইউনাইটেড ট্রেডার্সের মালিক।