প্রতিনিধি
ব্রিটিশ আমেরিকায় ট্যোবাকোর পন্য চাঁদপুর শহরে এখন আবার অধিক মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতাদের কাছে প্রতারিত হচ্ছে ক্রেতা সাধারণ। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর পন্য হলো গোল্ডলিফ, ভেনসন, ক্যাপিস্টানসহ বেশ কয়েক প্রকার সিগারেট। গত ৩/৪ দিন ধরে চাঁদপুর ডিস্ট্রিবিউটরের এসআরগন দোকানীদেরকে চাহিদা মতো সিগারেট রাখে তাদেরকে ২/১ কার্টুন করে সিগারেট দেয়া হচ্ছে। আর এসআরগন বলে যাচ্ছে সিগারেটের সাপ্লাই নেই।
চাঁদপুর শহরের কোর্ট স্টেশন, পালবাজার, বিপনীবাগ, বাস স্টেশন, লঞ্চঘাট, নতুনবাজারসহ সব এলাকার ক্ষুদ্র পানি সিগারেট ব্যবসায়ীরা জানায়, ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো চাঁদপুর এজেন্ট কর্তৃপক্ষ আমাদেরকে চাহিদা মতো পন্য দিচ্ছে না। তারা গোডাউনে পন্য মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে রেখেছে। যার ফলে আমাদের অধিক দামে তাদের পন্য কিনতে হচ্ছে। তাও চাহিদার অনেক কম দিচ্ছে।
চাঁদপুর শহরে গোল্ডলিফ সিগারেট খুচরা বিক্রেতারা ৫ টাকার পরিবর্তে ৬ টাকায় ও ভেনসন ৯ টাকার পরিবর্তে ১০টাকা হারে প্রতিপিচ সিগারেট বিক্রি করছে। এসব ক্ষুদ্র পান সিগারেট বিক্রেতাদের হাতে প্রতারিত হচ্ছে ক্রেতা সাধারণ। কেননা ক্রেতা সাধারণ ব্রিটিশ আমেরিকা ট্যোবাকো এজেন্টে গিয়ে সিগারেট সঙ্কটের বিষয়টি যাচাই করছেনা বলে।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।