মিজানুর রহমান রানা
চাঁদপুর শহরের বাবুরহাট, ওয়ারলেছ বাজার ও পুরাণবাজার এলাকায় ড্রিকিং ওয়াটার ও মাঠা তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আহসান ও জেলা মার্কেটিং অফিসার নেয়াজ মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে অভিযানে অপরিষ্কার অপরিচ্ছন্নতা, ট্রেড লাইসেন্স নবায়ন না করা ও পানিতে ময়লা থাকায় ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় মো. মিজানুর রহমানের প্রতিষ্ঠান তাসনীম ড্রিংকিং ওয়াটারে অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকায় ৩০ হাজার টাকা, ওয়ারলেছ বাজার এলাকার জাহাঙ্গীর পাটওয়ারীর চাঁদ ফ্রেশ পিউর ড্রিংকিং ওয়াটার কারখানায় অব্যবহৃত সরঞ্জাম ও যথাযথভাবে পানি বাজারজাত না করায় এবং অপরিচ্ছন্নতার কারণে ৫ হাজার টাকা এবং পুরাণবাজার ঘোষপাড়া এলাকার শ্রীকৃষ্ণ ঘোষের মাঠা তৈরির কারখানায় কুমিল্লার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মাতৃভান্ডারের নামে নিজে তৈরিকৃত মাঠায় অবৈধভাবে বক্স ব্যবহার করায় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণের সাথে প্রতারণায় ২ হাজার টাকা জরিমানা ও জিনিসপত্র জব্দ করা হয়। এ সময় অধিকাংশ প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স নবায়ন, পরিষ্কার ছাড়া পানি বাজারজাত না করা এবং ব্যবসায়িক ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের জন্য সতর্ক করা দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজিব আহসান ও জেলা মার্কেটিং অফিসার নেয়াজ মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, ক্রেতা সাধারণের সাথে যাতে বিক্রেতারা প্রতারণা না করতে পারে সেজন্য তাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।