কবির হোসেন মিজি
পারিবারিক কলহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর শহরে এক পাষণ্ড স্বামী তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১৩ আগস্ট বুধবার সকাল ১১টায় চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির এক ভাড়াটিয়ার বাসায়। প্রত্যক্ষদর্শী ও স্বামীর দায়ের কোপে আহত সাজেদা বেগমের আত্মীয় স্বজনরা জানায়, রিক্সাচালক কবির হোসেনের সাথে সাজেদা বেগমের প্রায় ১৩ বছর পূর্বে বিয়ে হয়। তারা ১২ বছর যাবত শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে দিন যাপন করে আসছে। গত দু মাস পূর্বে রহমতপুর কলোনীর ভূঁইয়া বাড়ির রাজ্জাকের বাসা ভাড়া নেন। রিক্সাচালক কবির হোসেনের স্ত্রী সাজেদা বেগম বিভিন্ন বাসা বাড়িতে ঝি-এর কাজ করেন। তাদের মধ্যে প্রায়ই পারিবারিকভাবে ঝগড়া ঝাটি হতো।
গত ক’ দিন যাবৎ তার স্বামী রিক্সা চালাতে না যাওয়ায় সাজেদা বেগমের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্বামী কবির হোসেন উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে তার স্ত্রীকে কোপাতে থাকে। এতে সাজেদার হাতের তিনটি আঙ্গুল, সিনা, হাত এবং বুকে দায়ের কোপ লেগে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়। তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে শরীরে থাকা কাপড় ভিজে যায়। ওই অবস্থায় সাজেদা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। আর পাষণ্ড স্বামীকে ঘটনাস্থলে বেঁধে রেখে পুলিশকে খবর দিলে নতুনবাজার ফাঁড়ির টিএসআই আব্দুল মান্নান কবির হোসেনকে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে।
ওই দিকে রক্তাক্ত জখম হওয়া গুরুতর আহতবস্থায় সাজেদা বেগমকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এ দিকে পুলিশের হাতে আটক কবির হোসেন জানায়, তার স্ত্রী বাড়িতে কাজের নাম করে সে পরপুরুষের সাথে অসামাজিক কার্যকলাপ করে। এ নিয়ে দু জনের মধ্যে ঝগড়া হলে তার স্ত্রী সাজেদা বেগম প্রায়ই তার গায়ে হাত তুলতো। এ ঘটনা নিয়ে দু জনের মধ্যে ঝগড়া হয়।