বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপর শহর শাখার আহবায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী এসটিসি-৩০/১৫ মামলায় জামিন পেয়েছে। অতিরিক্ত জেলা দায়রা জজ এ জামিন প্রদান করেন। জামিন পাওয়ার পর জেলা কারাগার থেকে মোঃ ইসমাইল পাটওয়ারী বের হলে জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার ও সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ মাঝি সহ জেলা ছাত্রদল,পৌর ছাত্রদল, সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে বরন করে নেন।
উল্লেখ্য গত মঙ্গলবার গভীররাতে নতুনবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই নূরুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গুনরাজদি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গত বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।