স্টাফ রিপোর্টার:॥
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপর শহর শাখার আহবায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করেছে নতুনবাজার ফাঁড়ি পুলিশ। গত মঙ্গলবার গভিররাতে নতুনবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই নূরুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গুনরাজদি তার ইট বালুর দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায় ,আহবায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারীর পূর্বে মামলার ওয়ারেন্ড রয়েছে। সেই কারনে তাকে আটক করা হয়েছে। এছাড়া বিএনপি অফিসের সামনে সিএনজি পুড়ানো মামলায় তাকে আসামি করা হলেও সে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ড জারি করা হয়েছে। আহবায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারীকে গ্রেফতার করায় প্রতিবাদ জানিয়েছেন জেলা,সদর থানা,পৌর,সরকারী বিশ্ববিদ্যালয় ও পৌর ছাত্রদল। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ মাঝি স্বাক্ষরিত এক পত্রে এ প্রতিবাদ জানানো হয়। প্রতিবাদে লিপিতে জেলা ছাত্রদলের অর্ন্তভুক্ত পৌর শাখার আহবায়ক মোঃ ইসমাইল পাটওয়ারীকে গত মঙ্গলবার রাতে পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করার কারনে চাঁদপুর জেলা ছাত্রদল,সদর থানা ছাত্রদল, চাঁদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল ও পৌর ছাত্রদল এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে চাঁদপর শহর শাখার আহবায়ক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারীকে নিঃশর্ত মুক্তি না দিলে জেলার সকল ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে।