প্রেস বিজ্ঞপ্তি ঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদকে রিমান্ডের নামে নির্মম নির্যাতনের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের নতুন বাজার থেকে সকাল ৯.৩০ মিনিটে বিক্ষোভ মিছিল বের হয়। শহর সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম মারুফের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোড় পুকুরপাড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে শহর সভাপতি বলেন, লজ্জাজনক পরিনতির আশংকায় সরকার রাষ্ট্রিয় যন্ত্র ব্যবহার করে দমন, নিপিড়নের পথ বেছে নিয়েছে। সম্পূর্ণ অন্যায়ভাবে সাবেক শিবির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেই তার ক্ষান্ত হননি। একের পর এক রিমান্ডে নিয়ে তার উপর চালাচ্ছে অমানুশিক নির্যাতন। দুই ধাপে ৬ দিন নির্যাতন করায় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এরপর আবার তৃতীয়ভার রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিন রিমান্ড মঞ্জুর করে। এতেই প্রমাণিত হয় সরকার আন্দোলনের ভয়ে ভীত হয়ে নির্যাতনের পথ বেছে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রিমান্ডের নামে ড. মাসুদুল ইসলামের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি এবং নির্যাতন বন্ধ করে অভিলম্বে তাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় ছাত্রশিবির অন্যায়ের বিরুদ্ধে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে। আর তখন যে কোন পরিস্থিতির জন্য সরকারকেই দায়ি থাকতে হবে। তিনি মিছিল শেষে বাড়ী ফেরার পথে তিন শিবির নেতা-কর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।