গতকাল বিকালে স্থানীয় শহীদ সিয়াম মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার উদ্যোগে ছাত্রশিবিরের ১৮৬ তম শহীদ মনোয়ার জাওয়াত সিয়াম স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়। শহর সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ ইসমাইল খানের পরিচালনায় পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আনিছুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সেক্রেটারী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া, ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহাম্মদ সাখাওয়াত হোসেন, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান খান, সাবেক শহর সভাপতি মুহাম্মদ সাইফুল আলম, চাঁদপুর শহর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ ছালেহ, শহীদ সিয়ামের পিতা মুজিবুর রহমান সুমন মস্তান, শহীদের শিক্ষক আলহাজ্ব আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম, মাওলানা মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী ইমরান হোসেন, শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মাসুম চৌধুরী, শিক্ষা সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক আব্দুল আউয়াল, স্কুল কার্যক্রম সম্পাদক আহম্মদ খান, ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমান সজিব, জেলা সাহিত্য সম্পাদক ইমাম হোসাইন ও শহীদ পরিবার অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৩রা ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত হন শহীদ মনোয়ার জাওয়াত সিয়াম। তার স্মৃতি সংরক্ষণে শহীদ মনোয়ার জাওয়াত সিয়াম পাঠাগারের উদ্বোধন করা হয়।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।