চাঁদপুর: চাঁদপুর শহর রক্ষা বাঁধের পুরানবাজার পুরাতন ফায়ার সার্ভিস এলাকায় ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
৫ এপ্রিল সোমবার বিকেল ৫টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদল মিয়াজী, সাধারণ সম্পাদক মানিক মাঝি, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল তালুকদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন বেপারী, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নেয়ামত হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ৪এপ্রিল রোববার রাত 8 টায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে মেঘনা নদীর প্রচন্ড ঢেউ পুরান বাজার হরিসভা পুরাতন ফায়ার সার্ভিস এলাকায় শহর রক্ষা বাঁধের বেশ কিছু অংশ দেবে যায়। তাৎক্ষণিক চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড দেবে যাওয়া অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/সংবাদদাতা/