শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে কিশোরীকে শীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
সরজমিনে গিয়ে জানা যায়, শাহতলী রেলগ্রেটের পূর্ব পাশে রেলের সম্পত্তিতে বসবাসকারী অসহায় জামেলা বেগমের জনৈক কিশোরী মেয়েকে মৈশাদী ইউনিয়নের হামানকাদ্দি গ্রামের মৃত ফজলুল হক মিজির ছেলে, শাহতলী বাজার ব্যবসায়ী হাবিব হোসেন মিজি (৩৫) গত ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে এনে ঐ কিশোরীকে শীলতাহানীর চেষ্টা করে। এ ঘটনার পর জৈনিক ঐ মেয়ে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি খুলে বললে তিনি বাজার ব্যবসায়ীদের জানিয়ে হাবিবকে বিষয়টি জিজ্ঞাসা করে। এ সময় আস-পাশের ব্যবসায়ীরা ঝড় হতে থাকে। পরে হাবিব বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক লিটন সরকারের কাছে গিয়ে বিষয়টি সমাধান করার জন্য বলে। কিন্তু বিষয়টি স্পর্শ কাতর হওয়ায় ঐ বাজার পরিচালনা কমিটি ধামাচাপা দেওয়া থেকে বিরত থাকে।
এ বিষয়ে জামেলা বেগম বলেন, আমার দারিদ্রতার সুযোগ নিয়ে হাবিব আমার মান সম্মান নষ্ট করেছে। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। সে বিভিন্ন সময়ে আমার মেয়ে বাজারে গেলেই শীলতাহানীর চেষ্টা করে । আমি সহায় সম্ভলহীন একজন মানুষ, আমার উপর কেন এ অমানুষিক নির্যাতন করা হয়েছে।
নাম প্রকাশে অনুচ্ছিক শাহতলী এলাকার অনেক বলেন, হাবিব জৈনিক ঐ মেয়েদের দরিদ্রতার কারনে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছে। এ নিয়ে প্রাথমিক ভাবে তাকে কয়েকবার স্বতর্ক ও করা হয়েছে । কিন্তু সে জৈনিক ঐ কিশোরীকে বিভিন্ন ভাবে পটিয়ে তার নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।
শাহতলী বাজার পরিচালনা কমিটির সভাপতির কাছে মোবাইল ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিয়টি যদি সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত হাবিব জানান, আমি ঘটনার দিন তাকে ভারতের নায়িকা ঐর্শীরির মত দেখা যায় বলে তার একটি ছবি ফেজবুকে দেওয়ার কথা বলে ছবি তুলি। এর বাহিরে তার সাথে আমার কোন ধরনের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে মেয়ের মা জামেলা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় চাঁদপুর মডেল থানার এস আই নিজাম ভুঁইয়া ঘটনাস্থালে গিয়ে এ বিষয়ে তদন্ত করেন। এ সময় শাহতলী বাজার পরিচালনা কমিটি, ইউপি মেম্বন, বাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরে তদন্ত শেষে আজ সকাল ১০টায় উভয় পক্ষকে চাঁদপুর মডেল থানার উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব পালিয়ে পালিয়ে যান।