অভিজিত রায় ॥
চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার কালিয়াপাড়া এলাকায় পৈত্রিক জমি থেকে জোরপূর্বক ধান কেটে নিয়ে গেলো স্থানীয় দুবৃত্তরা। ঘটনার বিবরনে জানাযায়, শাহারাস্তি উপজেলার কালিয়াপাড়া বানিয়াচৌ সরকার বাড়ীর অসহায় কৃষক জোধিষ্টি সরকার প্রতিবছরের ন্যায় বিগত শ্রাবন মাসে তার নিজস্ব পৈত্রিক জমিতে ধান চাষ করে। এখন ধান কাটার মৌসুম হওয়ায় গতকাল শুক্রবার সকালে সরকার বাড়ীর জোধিষ্টি সরকার ও তার ভাই শ্যাম সরকার তাদের জমির ধান কাটার জন্য জমিতে গিয়ে দেখে জোরপুর্বক লোকবল দিয়ে স্থানিয় গিরিশ চন্দের ছেলে সুভাষ চন্দ্র গংরা ঐ জমির ধান কেটে নিয়ে যাচ্ছে।এ বিষয়ে জোধিষ্টি সরকার জানতে চাইলে সুভাষ গংরা উল্টো তাদের উপর চরাও হয়। এ সময় সুভাষ,তার স্ত্রী,ভাগিনা সহ স্বপ্না,শুক্লা ধান ক্ষেতের কর্মরত দিনমজুরদের সাথে নিয়ে তাদের বাঁধা দেয়। এ বিষয়ে জোধিষ্টি সরকার জানায়, উল্লেখিত পরিবারটি শুধু মাত্র তাদের উপরই নয় ক্ষমতার প্রভাবে এলাকার আশেপাশের অনেক অসহায় মানুষের উপর বিভিন্ন সময়ে নানা অত্যাচার চালিয়ে আসছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে পারছেনা। উক্ত প্রভাবশালিরা অসহায় কৃষক জোধিষ্টি সরকারের পরিবারের উপরও অনেক অত্যাচার নিপিরণ করে আসছে। এ বিষয়ে স্থানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তিনি এ প্রভাবশালি পরিবারের অনেক বিচার দরবার করেছেন । তারা স্থানিয় পঞ্চায়তকে সব সময় অবজ্ঞা করে থাকে। তাই তিনি অন্যায়ভাবে ধান কেটে নিয়ে যাওয়ার বিচার চেয়ে জোধিষ্টি সরকারকে শাহারাস্থি থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য বলেন। স্থানিয় মেম্বার তাজুল ইসলাম ও মহিলা মেম্বার আমেনা বেগমকে জানালে তারা উভয়ই চেয়ারম্যানের সাথে একমত পোষন করে থানার সহযোগিতা নেওয়ার কথা বলেন। বর্তমানে অসহায় এ কৃষক পরিবারটি মারাত্মক হুমকীর মধ্যে রয়েছে। এ বিষয়ে তারা স্থানিয় প্রশাসনের জরুরী হস্থক্ষেপ কামনা করছেন ভুক্তভোগি পরিবাারটি।