শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের শীলন্দীয়া গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় ৬ জনকে আহত করেছে। গুরুত্তর অবস্থায় আহতরা চাঁদপুর সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার বিবরনে জানা যায়, বাবুরহাট এলাকার শীলন্দীয়া গ্রামের খাঁন বাড়িতে সম্পত্তি নিয়ে খোকন খাঁনের সাথে মুকবুল খাঁন ও ছাত্তার খাঁনের সাথে দির্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এই ঘটনায় আদালতে মামলা চলোমান রয়েছে। মামলা চলোমান থাকার পরেও খোকন খাঁন তার চাচাতো ভাই তাফাজ্জল খাঁনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সম্পত্তি দখল করার চেষ্টা করে। গত রবিবার সন্ধা ৭ টায় তাফাজ্জল খাঁন, এমরান খাঁন, বিল্লাল খাঁন পূর্বে পরিকল্পিত ওৎ পেতে থেকে ভাবে দেশীয় অস্ত্র হামলা চালিয়ে কলমতর গাজীর ছেলে ফারুক(৩০),মুকবুল খাঁনের ছেলে স্বপন খাঁন(২২),ছাত্তর খাঁনের ছেলে সুমন খাঁন(১৬), শান্ত(১৯)কে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এই ঘটনায় হামলাকারিদের আটক করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে প্রশাষনের কাছে দাবি জানিয়েছেন ভূক্তভূগিরা।