ফাহিম শাহরিন কৌশিক খান ঃ
ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে, তাই সংগঠনকে সুসংগঠিত করতে হবে
………..কলেজ ছাত্রলীগে সভাপতি আবু বকর ছিদ্দিক
চাঁদপুর কলেজ ছাত্রলীগের ইউনিট শেরে বাংলা হল ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগে সভাপতি আবু বকর ছিদ্দিক। এ সময় তিনি তার বক্তব্যে বলেন ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে, তাই এই সংগঠনকে সৃসংগঠিত করতে হলে একনিষ্ট ভাবে কাজ করতে হবে। সরকারি কলেজে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতে ছাত্রলীগের রাজনীতি সুষ্ঠ ধারায় করতে হবে। এ জন্য সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জামায়েত শিবির ও যুদ্ধপরাধিদের কোন বংশধর কোন ভাবেই শিক্ষাংগনকে কুলশিত করতে যে না পারে সে দিকে কঠর নজর রাখতে হবে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীদের সচেষ্টা থাকতে হবে। বর্ধিত সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি শিমুল হাসান শাবনু, রাসেল আখন্দ, ইমন ঢালী, যুগ্ম সাধারন সম্পাদক শাওন শান্ত মজুমদার, শহর ছাত্রলীগের ইমরান শোয়েব, মঞ্জির আলম ফরহাদসহ কলেজ ছাত্র, জিয়া হোস্টোল ছাত্রলীগ ও শেরে বাংলা হল ছাত্রলীগের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় চাঁদপুর সরকারি কলেজ চারটি বিভাগের ছাত্রলীগের কমিটির ঘোষনা দেন সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান পারভেজের। এদের মধ্যে অর্থনীতি বিভাগের ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম রনি, সিনিয়র সহসভাপতি সারওয়ার হোসেন সুমন, সাধারন সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ মিয়াজী, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগের সভাপতি ইছমাইল হোসেন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসাইন, সাধারন সম্পাদক মোঃ সজীব হাসান, প্রানী বিদ্যা বিভাগের সভাপতি জাহিদুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক মোঃ সজিবুর রহমান বিজয়, পদার্থ বিজ্ঞানের বিভাগের সভাপতি মোঃ আঃ রাজ্জাক রাজু, সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন মিয়াজী, সাধারন সম্পাদক রাসেদ মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক রুপক মল্লিক। এ সকল বিভাগের ১ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।