শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানজিলা আক্তার (১৫) শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে এবং রোববার সকালে ৯টায় কচুয়া উপজেলার কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সিমু রানী সরকারকে (১১) অপহরণ করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব মোর্শেদ জানান, শহরের জিটি সড়ক সংলগ্ন ইউনুস তালুকদারের মেয়ে এবারের জেএসসি পরীক্ষার্থী তানজিলা আক্তারকে একই এলাকার শাহজাহান ডাক্তারের বেকার ছেলে মনির হোসেন (২০) অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার সাথে অজ্ঞাত আরো ২ যুবক ছিল।
এ ঘটনায় রোববার রাত সাড়ে ৯টায় চাঁদপুর মডেল থানায় তানজিলার বাবা একটি অভিযোগ দায়ের করেন।
অপরদিকে রোববার সকাল ৯টায় কচুয়া উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের অখিল চন্দ্র সরকারের শিশু মেয়ে সিমু রানী সরকারকে পাশের হায়াতপুর গ্রামের প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকার (২২) অপহরণ করেছে।
এ ব্যাপারে সিমুর বাবা অখিল চন্দ্র সরকার কচুয়া থানায় মামলা দিতে গেলে বিষয়টি শালিশী বৈঠকের মাধ্যমে ফয়সালা করা হবে বলে মামলা থেকে বিরত রাখেন ওই এলাকার গণ্যমান্য একাধিক ব্যক্তি।
এ ঘটনায় এ রিপোর্ট লিখা পর্যন্ত (রাত ১০টা) কচুয়া থানায় সিমুর পরিবারের কেউই কোনো মামলা করেনি। তবে রাত সাড়ে ১০টায় কচুয়া থানার ওসি আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনাটি মৌখিকভাবে জেনে আমরা মেয়েটি ও ছেলের সন্ধান চালিয়ে যাচ্ছি। তবে মামলা হলে আইনগত ব্যবস্থা নেব।