রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৫) কে বুধবার রাতে ধর্ষণ করেছে হযরত আলী (২২) নামের এক বখাটে যুবক। এ ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ৫ঘন্টা পর ধর্ষক হযরত আলী কে আটক করে থানায় নিয়ে আসে। হযরত আলী মধ্য তরপুরচন্ডী ট্যাকনিক্যাল স্কুল এলাকার সালামত বেপারীর ছেলে। বৃহস্পতিবার সকালে মেয়ের মা বেবী বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার নং- ১৩।
জানা যায়, প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে মেয়েটি বাড়িতে আসে। ঘটনার দিন সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রী কে বাড়ির পাশের ফিসারীর পরিত্যাক্ত ২য় তলা ভবনে নিয়ে যায় বখাটে হযরত আলী। পরে ছাত্রীটি কে ধর্ষণ করে ধর্ষক হযরত আলী পালিয়ে যায়। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানান। মেয়ের মা তাৎক্ষনিক বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশ কে জানালে পুলিশ ধর্ষকের বাড়ি থেকে তাকে আটক করে। এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) বিপ্লব চন্দ্র নাহা জানায়, স্কুল ছাত্রীর মামলার অভিযোগে ধর্ষক কে আটক করা হয়েছে। সহযোগী পলাতক রয়েছের্