চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলা ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছে ইউনিয়ন যুবদলের ত্যাগি ও নির্যাতিত নেতৃবৃন্দ।সদ্য ঘোষিত ওই কমিটির ২১ জনের মধ্যে ৩ জন যুগ্ম আহ্বায়ক ও ৯ জন সদস্যের স্বাক্ষরিত এক লিখিত আবেদনে সদর উপজেলা যুবদলের আহবায়ক সিনিয়র যুগ্ন আহবায়কের নিকট কমিটি বিলুপ্তের এ দাবী জানান।
কমিটিতে স্বাক্ষর করেছেন নবগঠিত ইউনিয়ন যুবদল কমিটির যুগ্ম আহবায়ক ফজলু, মাঝি,হাশিম পাটওয়ারি,নাজির বেপারী ও সদস্যদের মধ্য নেছার আহমদ, কুদ্দুস, কামাল খা, কামাল হাওলাদার,মকবুল, ফারুক, মোতালেব ও আলাউদ্দিন মীর।
তারা উল্লেখ করেন, আমরা নবগঠিত ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ জানতে পেরেছি গত ২০/২/২০২১ ইং সকাল এগারটার সময় ৪ নং ওয়ার্ড মুকন্দির চরে আমাদের নবগঠিত ইউনিয়ন যুবদল কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় আমরা স্বাক্ষরকারীদের সাথে কোন প্রকার আলাপ-আলোচনা ও যোগাযোগ এমনকি আমাদের অবগত না করে পরিচিতি ও সাধারণ সভা করা হয়। যাহা দলের জন্য শোভনীয় নয়।
তাই দলের এই দুঃসময়ে দলকে সুসংগঠিত করার জন্য আমরা উক্ত কমিটি বাতিল করে নতুন কমিটি দেয়ার অনুরোধ করছি।
এ ব্যাপারে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও জেলা যুবদল নেতৃবৃন্দকে অবগত করে অনুলিপি দেয়া হচ্ছে।
চাঁদপুরনিউজ/এমএমএ/