চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে স্টিলের আলমিরা, চেয়ার ও বেঞ্চ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে চাঁদপুর সদর উপজেলায় ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডপি)’র আওতায় চাঁদপুর সদর উপজেলার আক্কাছ আলী হাই স্কুল, আশিকাটি ইউনিয়নের হোসেনপুর আলীম মাদ্রাসা ও শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর জোহরা হাই স্কুলের জন্য স্টিলের আলমিরা-১টি করে, চেয়ার ও বেঞ্চ প্রধান করা হয়। এসব শিক্ষা উপকরণ শিক্ষকগণের হাতে তুলে দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
স্টাফ করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/