চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রামপুর থেকে ওসমান (৩০) নামে নিখোঁজ হওয়া যুুবকের মরদহে ফসলি জমি থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ হোসাইন।
নিহত ওই যুবক রামপুর ইউনিয়নের মধ্য কামরাঙ্গা গ্রামের মুন্সী বাড়ীর রুস্তম আলী মুন্সীর ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, মরদেহের সন্ধানের সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্ত করা হবে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এর আগেও পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার পর কোন সাধারণ ডায়েরী করেনি।
এই বিষয়ে জানার জন্য রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারীর ব্যাক্তিগত মোবাইল নম্বর বেশ কয়েকবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/