চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ১০২পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল গাজী (২২) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের আশিকাটি গ্রামস্থ গাজী বাড়ী থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার কৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ হাজার টাকা।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানের ৪র্থ দিনে সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর, এর নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর থানাদিন আশিকাটি গ্রামস্থ গাজী বাড়িতে সকাল ৯.০০ঘটিকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামীর নিজ দখলীয় বসতবাড়ি ও দেহ তল্লাশি করে আসামি মোঃ জুয়েল গাজী, পিতা -মৃত বাদশা গাজী, মাতা-রানু বেগমকে ১০২পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরনিউজ/এমএমএ/